ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্র ও সাধারণ জনতা।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। দেড় শতাধিক ছাত্রজনতা সেখানে জড়ো হয়ে লাল কাপড় নাড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। এতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ লোকাল ট্রেনের চালক দুপুর ১টা ২১ মিনিটে ট্রেন থামাতে বাধ্য হন।
অল্প সময়ের মধ্যেই ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় বিক্ষোভকারীরা ‘ভৈরবকে জেলা ঘোষণা চাই’ শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পাঁচ মিনিট পর, দুপুর ১টা ২৬ মিনিটে ট্রেনটি পুনরায় ছেড়ে যায়।
আন্দোলনে অংশ নেন ভৈরব উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাজিব, কুলিয়ারচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম এবং ভৈরব গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজলসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রতিনিধি/একে