ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৩:২৮
চলমান বার্তা:
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২৯ প্রার্থী, পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১৬:৫৮ আপডেট: ০১.১০.২০২৫ ১৯:১৬  (ভিজিটর : )

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ২৯ জন প্রার্থী। ফলে অনেক পরিচালকই নির্বাচিত হয়ে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। মনোনয়নপত্র দাখিল করা ৫০ জনের মধ্যে ১৬ জন আজ তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। একইভাবে ক্লাব ক্যাটেগরির ৩০ জনের মধ্যে ১৩ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। 

নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোদের একজন হচ্ছেন এক্সিউম ক্রিকেটার্সের কাউন্সিলর ইসরাফিল খসরু। নির্বাচন থেকে সড়ে দাঁাড়ানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সরকারের একটি গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে তাদের এই সিদ্ধান্ত।

বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় ছিল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা। গত কিছুদিনের নানা গুঞ্জন ও নাটকীয়তার পথ ধরে শেষ পর্যন্ত মনোনয়নপত্র তুলে নেন তামিম ইকবালসহ ১৬ জন।

পাতানো নির্বাচনের অভিযোগ তুলে তামিম বলেন, “আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করবেন।” তিনি বলেন, এই নির্বাচন বিসিবির জন্য একটি কালো দাগ হয়ে থাকবে।

নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইসরাফিল খসরু বলেন, “পুরা প্রসেসটাতে স্বচ্ছতা ছিল না। প্রথম দিন থেকেই পুরো প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা ছিল না। এখানে বিভিন্নভাবে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। জেলা লেভেল, বিভাগ লেভেলে বলেন, এখন ক্লাব লেভেলে বলেন, ১৫টি ক্লাবকে একবার বাতিল করা হচ্ছে, আবার পরের মুহূর্তে এটাকে আবার বৈধ করা হচ্ছে।”

তিনি বলেন. “কাজেই এখানে দেখা যাচ্ছে যে একটা নগ্ন হস্তক্ষেপ আছে এবং এখানে মূলত নির্বাচনের কোনো পরিবেশ আমি দেখছি না। আমি আপনাকে একদম সরাসরি বলি, পরিস্কার করে বলি, সরকারি একটি গোষ্ঠী। পুরো সরকার আমি বলব না, সরকারের ভেতরে একটা গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করেছে।”

খসরু দাবি করেছেন, জেলা ও বিভাগীয় ক্যাটাগরির পর্যায়ে সরকারি এই হম্তক্ষেপের প্রমাণ তারা পেয়েছেন।

তিনি বলেন, আমরা শুনেছি বিভিন্ন জায়গায় ডিসিদেরকে, যখন জেলা-বিভাগ লেভেলের কাউন্সিলর নির্বাচনের কথা আসছে, তখন ডিসিদেরকে প্রভাবিত করা হয়েছে। আমরা শুনেছি তাদেরকে কল করে, ফোন করে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা প্রভাব বিস্তারের নমুনা পেয়েছি।

খসরু বলেন, “এই যে ১৫টা ক্লাবের বিষয়, শুনানি হয়ে ১৫টা ক্লাবকে বৈধ ঘোষণা করা হলো, আবার কয়দিন আগে আমরা দেখলাম আবার তাদেরকে বাতিল করা হয়েছে। এভাবে তো... আমি এখানে একটা স্বেচ্ছাচারিতা দেখছি।”

বিসিবির কাউন্সিলরের মতে, বাংলাদেশ ক্রিকেটের জন্য এই পরিস্থিতি অপমানজনক। “খুবই দুঃখজনক যে, বিসিবির মতো একটা জায়গায় এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। খুবই দুঃখজনক। আমরা যেটা আজকে পজিশন নিয়েছি, এটা হচ্ছে আমাদের নৈতিক অবস্থান যে, এভাবে বিসিবি নির্বাচন হতে পারে না। নতুন বাংলাদেশে আমি এরকম নির্বাচন দেখতে চাই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা মনে করি বাংলাদেশের ১৮ কোটি মানুষের...। এরকম একটা নির্বাচন তো হতে পারে না এবং ম্যানুফ্যাকচার্ড ইলেকশন হতে পারে না।”

তিনি জানান, এসব বিষয়ে তারা খুব শিগগির সাংবাদিক সম্মেলন করে তাদের অবস্থান জানাবেন।

অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহার করা আরেক ক্লাব সংগঠক রফিকুল ইসলাম বাবু একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন। বিসিবির এই সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “এই নির্বাচনটা যদি পরবর্তীতে হয়তো এটা... মানে সময়, সময় দিতে পারে, বাড়াতে পারে, এটাও হইতে পারে। কিন্তু ... অ্যাডহক কমিটির পরিস্থিতি যদি হয়, তাহলে হতে পারে। অথবা আরেকটি, আরেকটি উত্তরণের পথ আছে, সেটা হলো এই কমিটিটাই, যেটা চলমান কমিটি আছে, সেটাকে বর্ধিত করে দেওয়া ছয় মাসের জন্য। এটা কিন্তু করতে পারে।”

তবে সরকারের পক্ষ বা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কোনো সমঝোতার গুঞ্জন নাকচ করেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের এই কাউন্সিলর। কখনও এটা আমি বলি নাই এটা সমঝোতা হয়েছে। ক্রীড়া উপদেষ্টার সাথে অনেকেই বসেছে কীভাবে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এই নির্বাচনটা করা যায়, সেটার জন্য।

সব মিলিয়ে, বিসিবি নির্বাচন নিয়ে যে অস্থিরতা শুরু হয়েছিল, তা এখন এক নতুন মোড় নিয়েছে। সবকিছু মিলিয়ে নির্বাচনী পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে।

দেশবার্তা/এনএইচবি
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ইনোভিশনের জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি
ইনোভিশনের জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
‘আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারও রক্ষা হবে না’
‘আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারও রক্ষা হবে না’
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার’ ঘোষণা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg