একসময় কাটারে বিশ্ব ক্রিকেট কাঁপিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। বল হাতে বৈচিত্র্য এনে ব্যাটারদের দিশেহারা করে তুলেছিলেন তিনি। সেই কারণেই ক্রিকেটবিশ্বে তিনি পরিচিত ‘কাটার মাস্টার’ নামে। এবার সেই মোস্তাফিজই গড়েছেন আরেকটি অনন্য রেকর্ড— হয়েছেন ‘ডট মাস্টার’!
বাংলাদেশের এই বাঁহাতি পেসার এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করা বোলার। নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদিকে ছাড়িয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে মোস্তাফিজের ডট বলের সংখ্যা ছিল ১ হাজার ১৩৫টি। অপরদিকে সাউদির ছিল ১ হাজার ১৩৮টি। অর্থাৎ সাউদিকে ছাড়িয়ে যেতে ফিজের দরকার ছিল মাত্র চারটি ডট বল।
ইনিংসের ১৬তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলের পঞ্চম বলে ১ হাজার ১৩৮তম ডট দিয়ে সাউদিকে ছুঁয়ে ফেলেন মোস্তাফিজ। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বল ডট করেই সাবেক কিউই পেসারকে পেছনে ফেলে শীর্ষে উঠে যান বাংলাদেশের এই টাইগার তারকা।
পুরো ম্যাচে মোস্তাফিজ চার ওভার বোলিংয়ে সাতটি ডট দেন। এর মাধ্যমে তার মোট ডট বলের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ১৪২টি।
দ্বিতীয় স্থানে নেমে যাওয়া টিম সাউদি ১২৩ ইনিংসে ২ হাজার ৭৫৩ বল করে ডট দিয়েছেন ১ হাজার ১৩৮টি। অন্যদিকে মোস্তাফিজ ১২০ ইনিংসে করেছেন ২ হাজার ৬১৬ বল, যার মধ্যে ১ হাজার ১৪২টিই ডট— যা তাকে এনে দিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ‘ডট মাস্টার’-এর তকমা।
দেশবার্তা/একে