ভিনিসিয়ুস ও রদ্রিগো গোজকে ব্রাজিল দলে নিলেও এবারও জায়গা হয়নি তারকা খেলােয়ার নেইমারের। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তাতে জায়গা করে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।
তবে ঊরুর চোটের কারণে নেইমারকে দলে রাখেনিন আনচেলত্তি। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে দেখা গিয়েছিল নেইমার। এরপর চোটের কারণে দল থেকে ছিটকে যান এই তারকা ফরোয়ার্ড। চোট এমনভাবে তার পিছু নিয়েছে যে গত দুই বছরেও তার দলে জায়গা হয়িন। মাঝে ক্লাবের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। জাতীয় দলের ম্যাচ এলেই অপয়া চোটের কবলে পড়েন নেইমার।
দলে ফেরা ভিনিসিয়ুস বিশ্বকাপ বাছাইয়ের আগের দুটি ম্যাচে জায়গা পাননি। তবে দলে ফিরতেও বেশি সময় লাগল না রিয়াল মাদিদ্র উইঙ্গারের। ভিনিসিয়ুসের মতো রদ্রিগো গোজকেও দলে ফেরানো হয়েছে। গত মে মাসে ব্রাজিলের প্রধান কোচ হওয়ার পর এ নিয়ে তিনবার দল ঘোষণা করলেন আনচেলত্তি। এবারই প্রথমবারের মতো তাঁর ঘোষিত দলে জায়গা পেলেন রদ্রিগো। সাবেক রিয়াল মাদ্রিদ কোচের সঙ্গে সম্পর্কটা দারুণ এই ফরোয়ার্ডের।
অবশ্য ভিনিসিয়ুস, রদ্রিগোরা ফিরলেও চোটের কারণে দক্ষিণ কোরিয়া ও জাপান ম্যাচের জন্য রাফিনহা, আলিসনদের দলে রাখা হয়নি। আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। আর ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: এদেরসন, বেন্তো, হুগো সুজা
ডিফেন্ডার: কার্লোস অগাস্টো, এদের মিলিতাও, কাইও হেনরিক, ভ্যান্ডারসন, ডগলাস স্যান্তোস, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, বেরালদো।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, জোলিন্ট, কাসেমিরো, হোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেলি, আইগর জেসুস, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রিচার্লিশন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।
দেশবার্তা/এনএইচবি